11 November, 2015

যে কারণে ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়



এটি জনপ্রিয় হওয়ার অন্যতম কিছু কারণ
১. ওয়ার্ডপ্রেস সহজে ইনস্টল ব্যবহার ও আপডেট করা যায়। ওয়ার্ডপ্রেস ইনস্টল ব্যবহার ও আপডেট করার জন্য কোন ধরনের প্রোগ্রামিং জানা প্রয়োজন নেই। আপনার যদি ইন্টারনেট থাকে তাহলে আপনি নিজেই ডকুমেন্টেশন পড়ে পড়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
২. ওয়ার্ডপ্রেস মূলত একটি ব্লগিং প্লাটফর্ম। কিন্তু এটি দিয়ে আপনি ব্লগ ও ওয়েবসাইট , এপ্লিকেশন তৈরী করা যায়।
৩. হাজার হাজার প্রফেশনাল থিম ডিজাইন আছে যা কিনা একেবারেই ফ্রি। কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াও আপনি সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারছেন।
৪. ওয়ার্ডপ্রেসের প্লাগিন যুক্ত ও ব্যবসায়িক বিভিন্ন সুবিধা বা অফার যুক্ত করার কোনো ওয়েবডিজাইনারকে হায়ার/ভাড়া করতে হয় না। কোনো সুবিধা যুক্ত করতে হলে অসংখ্য প্লাগিন আছে। সার্চ করে বেছে নিন আপনার সুবিধা মতো।
৫. ওয়ার্ডপ্রেস জনপ্রিয়তার সবচাইতে বড় কারণ , ওয়ার্ডপ্রেস সার্চ ইঞ্জিন সহায়ক। আপনার ওযেবসাইটের ডাটা খুব সহজেই গুগলের মাধ্যমে খুঁজে পেতে সহায়তা করে। এছাড়া আরও বেশি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকরাতে হলে free Yoast SEO plugin একেবারে ফ্রি ব্যবহার করতে পারবেন।
৬. ওয়ার্ডপ্রেস এখন সবার প্রিয়। বিশ্বের ২০% ওয়েবসাইটর এখন ওয়ার্ডপ্রেসের দখলে। এবার চিন্তা করুন ওয়ার্ডপ্রেস কত জনপ্রিয়।
৭. ওয়ার্ডপ্রেসের বিশাল একটি কমি্উনিটি আছে। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো সমস্যায় পড়লে হাজার হাজার ওয়ার্ডপ্রেসনার আপনাকে সমাধান দিতে প্রস্তুত।
৮. ওয়ার্ডপ্রেসের সাইটগুলো মোবাইল সাপোর্টেড। কতজন মানুষ কম্পিউটার ব্যবহার করে শুধু বিলাসিতার জন্য? এখন হাতে হাতে মোবাইলতাই যাতে মোবাইলে আপনার ওয়েবসাইটটি দেখা যায় সেজন্য ওয়ার্ডপ্রেস সেই ব্যবস্থা করে দিয়েছে।
৯. ওয়ার্ডপ্রেস একটি পরিণত জিনিস। একে মেকি বলা যাবে না। এমন অনেক সুবিধাই আছে যা অন্য কোনো সিএমএস-এ পাওয়া যাবে না।
১০. ওয়ার্ডপ্রেস ওপেনসোর্স। ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করা যায়। দিন দিন ওয়ার্ডপ্রেস আরও উন্নত হচ্ছে।
১১. ওয়ার্ডপ্রেস রয়েছে ৫ ধরনের ব্যবহারকারী তাই এটি আপনি ইচ্চা মত ব্যবহার কারীকে পারমিশন দিতে পারবেন।

কাজ পাবার অব্যর্থ কিছু টিপস


বর্তমানে ফিভারার হচ্ছে অন্যতম একটি জনপ্রিয় মার্কেটপ্লেস, যেখানে যে কেও তার সার্ভিস কিনতে এবং বিক্রি করতে পারে খুব সহজে।
যে কোন ব্যবহারককারী তার সার্ভিস যার মধ্যে রয়েছে লোগো তৈরী , ওয়েবসাইট তৈরী , সোশ্যাল মিডিয়া মার্কেটিং , সার্চ ইঞ্জিন অপটিমাই ইত্যাদি বিক্রি করতে পারে মাত্র $৫ থেকে $৮০ পযন্ত।
আপনারা হইতো অনেকেই ফিভারার মার্কেটপ্লেস এ গিগ তৈরী করছেন কিন্তু কোন অর্ডার পাচ্ছেন না আবার অনেকেই আছেন যারা কাজ পাচ্ছেন কিন্তু খুবই সামান্য, তাদের জন্য আজকের এই লিখাটা ,
আজকে আমরা দেখব কি ভাবে ফিভারার মার্কেটপ্লেস এ গিগ আর বিক্রি বাড়াবেন ?
একটা কথা আছে প্রচার ই প্রসার। এটা আমরা সবাই জানি। এতক্ষণ হইতো আপনারা বুজে গেছেন যে আমি বলতে চাচ্ছি? হা যা ধরেছেন ঠিক তাই। আমি আপনার ফিভারার মার্কেটপ্লেস এ গিগ এর মার্কেটিং কথা বলতেছি।

ওয়েব ডিজাইন কি?

ওয়েব ডিজাইন হচ্ছে কোন একটি ওয়েবসাইট এর বাহ্যিক অবকাঠামো যেমন একটি বিল্ডিং এর কথা যদি ধরি আমরা বাহির থেকে বিল্ডিং টি দেখে বলি বিল্ডিং টি অনেক সুন্দর, যেই অবকাঠামো দেখে আমরা বলছি বিল্ডিং টি অনেক সুন্দর, এটি মূলত বিল্ডিং এর ডিজাইন সুতরাং আমরা এক কথায় আমরা বলতে পারি ওয়েবসাইট এর যেই অংশটুকু আমরা দেখি সেটি ওয়েবসাইট এর ডিজাইন কোন একটি ওয়েবসাইট এর ৫০% সাফল্য নির্ভর করে ওয়েব ডিজাইন এর উপর

 ওয়েব ডিজাইনার কারা?  
ওয়েব ডিজাইনার হচ্ছে যারা ওয়েবসাইট তৈরী করে এই মধ্যে কিছু কাজ হচ্ছে ওয়েবসাইট এর টেমপ্লেটে তৈরী , ওয়েবসাইট এর লগইন এবং রেজিস্ট্রেশন তৈরী , অ্যাডমিন প্যানেল ডিজাইন করা, ইমেইল টেমপ্লেট তৈরী ইত্যাদি

06 November, 2015

আউটসোরসিং নিয়ে কিছু কথা


আজ কাল আমরা সবাই কম বাশি ইন্টারনেট ব্যবহার কিন্তু এর ব্যাবহারটা আমারা বেশীর ভাগেই বিনেদন হিসাবেই  ব্যবহার করি এই ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি আমরা কিছু আয়ও করতে পারি যা আউটসোরসিং নামে পরিচিত।কিন্তু আউটসোরসিং কথাটা যতটা না সাহজ তার চেও বাশী কঠিন তা করা কারন এটা করতে প্রচুর ধর্য্যের এবং সময়ের প্রযোজন। যাদের এটি আছে তারাই শুধু এই আউটসোরসিং এর সাথে সম্পর্কিত হয়ে আর্থ উপার্জন করতে পারবেন।যারা খুব কম সময়ে আর্থ উপার্জন করতে চান তাদের জন্য এই আউটসোরসিং না।কারন এটা করতে হলে আপনার অবশ্যই যা প্রয়োজন তা হল কোন বিষয়ের উপর খুব ভালো জ্ঞান আপনি যদি মনে করান আমি কোন কিছুই জানি না তাহলে আপনাকে আগে ভাবতে হবে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী সেই বিষয় খুব ভালো করায় জ্ঞান অর্জন করুন তাহলে আপনেও একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

05 November, 2015

CSS টিউটোরিয়াল - ১ম পর্ব

 

CSS কি?

CSS অর্থ হচ্ছে Cascading Style Sheets। এটি ওয়েব ডিজাইনের একটি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ।

 

CSS এর কাজ কি?

CSS দ্বারা মূলত আপনার ওয়েবসাইটকে আরও সুন্দর ও আকর্ষনীয় করা যায়। ধরুন, আপনি HTML দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করলেন। এখন আপনি চাইলে CSS ব্যবহার করে আপনার HTML পেজটিকেই আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। কিংবা, আপনি চাইলে কিছু কোড পরিবর্তন করে সম্পূর্ণ এইচটিএমএল পেজটিকেই CSS এ নতুন রূপে সাজাতে পারবেন।

 

ফায়ারবাগ-এইচটিএমএল /সিএসএস

ফায়ারবাগ-এইচটিএমএল /সিএসএস 

 

যারা ওয়েব ডেভেলপিং এর কাজ করেন এই এড-অন টি তাদের অনেক কাজে লাগতে পারে ।এটি ইন্সটল করার পর ব্রাউজারের ডান কোনায় একটা পোকার আইকন দেখা যাবে ,যে ওয়েবপেইজ টির css বা html ফাইলটি দেখতে চাই সেটি ওপেন করে এই আইকন টি তে ক্লিক করলে নিচে একটা প্যানেল খুলবে।সেখানে css ,html ,edit বাটনে ক্লিক করে সেই পেইজ টির কোড দেখাযাবে ,এমন কি আপনার সাইটের কোডে কোন error থাকলে সেটি হাইলাইট করবে এবং চাইলে সেটিকে edit করাও যাবে।আরও মজার ব্যাপার হচ্ছে html এর যেকোন attribute এ ক্লিক করে এর ডান পাশের একটি প্যানেলে সেই attribute টির style, layout ইত্যাদি দেখা যায়।
http://adf.ly/1R8Z38