06 November, 2015

আউটসোরসিং নিয়ে কিছু কথা


আজ কাল আমরা সবাই কম বাশি ইন্টারনেট ব্যবহার কিন্তু এর ব্যাবহারটা আমারা বেশীর ভাগেই বিনেদন হিসাবেই  ব্যবহার করি এই ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি আমরা কিছু আয়ও করতে পারি যা আউটসোরসিং নামে পরিচিত।কিন্তু আউটসোরসিং কথাটা যতটা না সাহজ তার চেও বাশী কঠিন তা করা কারন এটা করতে প্রচুর ধর্য্যের এবং সময়ের প্রযোজন। যাদের এটি আছে তারাই শুধু এই আউটসোরসিং এর সাথে সম্পর্কিত হয়ে আর্থ উপার্জন করতে পারবেন।যারা খুব কম সময়ে আর্থ উপার্জন করতে চান তাদের জন্য এই আউটসোরসিং না।কারন এটা করতে হলে আপনার অবশ্যই যা প্রয়োজন তা হল কোন বিষয়ের উপর খুব ভালো জ্ঞান আপনি যদি মনে করান আমি কোন কিছুই জানি না তাহলে আপনাকে আগে ভাবতে হবে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী সেই বিষয় খুব ভালো করায় জ্ঞান অর্জন করুন তাহলে আপনেও একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

 

কাজের ধরন - এখানে সব ধরনের কাজ পাওয়া যায় । এমন কোন কাজ নাই যে তা পাওয়া যায় না । নিচে কিছু ধরন দেয়া হল :

১। ওয়েব সাইট ডিজাইন , ডেভেলপমেন্ট , মেইনটেনান্স ইত্যাদি ।
২। প্রোগ্রামিং এর সকল ধরনের কাজ ।
৩। ডাটাবেজ এর সকল ধরনের কাজ ।
৪। নেটওয়ার্কিং এর কাজ ।
৫। ফটোশপ এর সকল ধরনের কাজ ।
৬। ডাটা এন্ট্রি এর সকল কাজ ।
৭। ই-কমার্স এর কাজ ।
৮। ই-মার্কেটিং এর কাজ ।
৯। সফটওয়ার এর সকল ধরনের কাজ ।
১০। লেখার কাজ ইত্যাদি ইত্যাদি । 

এখন এত কাজের মধ্য থেকে আপনি কাজ বাছবেন কিভাবে ? আপনার উচিৎ হবে , আপনি কোন কাজ ভালো পারেন সেই ধরনের কাজ খোঁজা । এর পর সেই কাজ এর সময় টা আপনার সাথে মিলে যায় কিনা তা দেখবেন । অর্থাৎ আপনি সময় মত করতে পারবেন কিনা সেই দিকটা খেয়াল রেখে আবেদন করবেন ।

No comments:

Post a Comment