05 November, 2015

ফায়ারবাগ-এইচটিএমএল /সিএসএস

ফায়ারবাগ-এইচটিএমএল /সিএসএস 

 

যারা ওয়েব ডেভেলপিং এর কাজ করেন এই এড-অন টি তাদের অনেক কাজে লাগতে পারে ।এটি ইন্সটল করার পর ব্রাউজারের ডান কোনায় একটা পোকার আইকন দেখা যাবে ,যে ওয়েবপেইজ টির css বা html ফাইলটি দেখতে চাই সেটি ওপেন করে এই আইকন টি তে ক্লিক করলে নিচে একটা প্যানেল খুলবে।সেখানে css ,html ,edit বাটনে ক্লিক করে সেই পেইজ টির কোড দেখাযাবে ,এমন কি আপনার সাইটের কোডে কোন error থাকলে সেটি হাইলাইট করবে এবং চাইলে সেটিকে edit করাও যাবে।আরও মজার ব্যাপার হচ্ছে html এর যেকোন attribute এ ক্লিক করে এর ডান পাশের একটি প্যানেলে সেই attribute টির style, layout ইত্যাদি দেখা যায়।
http://adf.ly/1R8Z38

No comments:

Post a Comment