06 August, 2015

HTML শুরু করার পূবে কি করনিও

 
HTML শুরু করার পূবে কিছু করনিও
১। একটি টেষ্ট এডিটর। ( Notpad++,sublime text, Netbean, dreamweaver) এগুলোর মধ্য আপনের পছন্দে টেষ্ট এডিটর ব্যাবহার করতে পারেন।
২। hide কৃত extension টিকে enable করতে হবে এর জন্য start button এ click করে control panel গিয়ে folder options এ click করে view এ click করে then hide extensions for known file types এ click টিকে উঠিয়ে দিতে হবে।
৩। extension টি হল টেষ্ট format মানে .tex, .mp3, .mp4, .html তো যেখানে যে ধরনের format  প্রয়োজন হয় আমরা ঠিক সেই format ব্যবহার করবো।
৪। সবচেযে মজার বিষয় ইন্টারনেট connection  না হলেও কাজ সিক্তে বা করতে পারবেন।

03 August, 2015

HTML ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম

এটা আমার প্রথম লিখা ব্লগ পোস্ট……
কথা না বাড়িয়েই শুরু করলাম…..
যারা এইচটিএমএল স্বমন্ধে জানতে বা শিখতে আগ্রহি তাদের জন্যই আমার এই পোস্ট….
শুরুতে জেটা বলা বাঞ্ছনিও সেটা হল এইচটিএমএল আমরা কেন শিখব এইচটিএমএল তো কোন প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ না।
এইচটিএমএল কি?
এইচটিএমএল (HTML): এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ।
ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।কারন ওয়েব বেসয়া যা কিছুই করতে জান না কেন আপনাকে এই মারকাপ
ল্যাঙ্গুয়েজটি অবসই জানতে হবে।কারন এই এইচটিএমএল হল ওয়েব আর প্রান বলা চলে।
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিএইচপি + ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস ওয়েবসাইট তৈরী করতে পারবেন।